স্পোর্টস ডেস্ক : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে পাঁচ উইকেটে উড়িয়ে দিয়ে ইতিহাস গড়েছে টাইগাররা। শনিবার প্রথমে টসে হেরে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২১৪ রান করেছে শ্রীলঙ্কা।
যেখানে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। আর লঙ্কানদের দেওয়া ২১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৫তম ওভারে বিদায় নেন সৌম্য সরকার।
টস হেরে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে নেমে কুশাল পেরেরার ৭৪, কুশাল মেন্ডিসের ৫৪, উপল থারাঙ্গার ৩২* ও গুনাথিলাকা ২৬ রানে ভর করে ৬ উইকেট হারিয়ে ২১৪ রান সংগ্রহ করে। বল হাতে বাংলাদেশের মুস্তাফিজ ৩টি, মাহমুদউল্লাহ ২টি ও তাসকিন ১টি উইকেট নেন।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, তামিম ইকবাল, লিটন দাস, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুশফিকুর রহিম(উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন এবং তাসকিন আহমেদ।
শ্রীলঙ্কা একাদশ: ধানুশকা গুনাথিলাকা, কুসাল মেন্ডিস, কুসাল পেরেরা, দিনেশ চান্দিমাল (অধিনায়ক), উপুল থারাঙ্গা, দাসুন শানাকা, থিসারা পেরেরা, জীবন মেন্ডিস, আকিলা ধনাঞ্জয়া, দাশমান্থা চামিরা, নুয়ান প্রদিপ।