মুক্তি পেল শিপন-সালমার ‘আশায় আশায়’

মুক্তি পেল শিপন-সালমার ‘আশায় আশায়’

বিনোদন ডেস্ক: ‘দেশা দ্য লিডার’ ছবি দিয়ে সবার নজরে আসেন শিপন মিত্র। এরপর নিয়মিতই কাজ করছেন প্রায় প্রতিটি মাধ্যমে। এ নায়কের বিপরীতে এবার নায়িকা হয়ে হাজির হলেন গায়িকা সালমা।

প্রায় ২ বছর পর  নতুন গানের ভিডিও প্রকাশ করেছেন ফোক গানের জনপ্রিয় এই কণ্ঠশিল্পী। গানটির নাম ‘আশায় আশায়’। এর ভিডিওতে শিপনের বিপরীতে পাওয়া গেছে অন্য এক সালমাকে। ২৬ মার্চ শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত গল্পনির্ভর এই ভিডিওতে দুজনার অভিনয় মুগ্ধ করছে দর্শক-শ্রোতাদের।

গানটির কথা লিখেছেন জিয়াউদ্দিন আলম। সুর-সংগীত করেছেন রেজওয়ান শেখ। ভিডিওটি নির্মাণ করেছেন চন্দন চৌধুরী।

‘আশায় আশায়’ প্রসঙ্গে সালমা বলেন, ‘‘২০১৬ সালে ‘পরাণের বন্ধু’ গানে আমি নিজেই মডেল হই। ওটাই প্রথম। এরপর এবার করলাম ‘আশায় আশায়’ গানটিতে। এতে নতুন এক সালমাকে দেখতে পাবেন। প্রকাশের পর থেকেই দর্শকদের প্রচুর সাড়া পাচ্ছি। ভিডিও কনসেপ্ট অনেক সুন্দর। তাই আমি নিজেই মডেল হয়েছি।’

প্রসঙ্গত, গত বছর প্রকাশ হয় সালমার ১১তম একক অ্যালবাম ‘মন মাঝি’। এখন তিনি ব্যস্ত আছেন নতুন গান তৈরি আর স্টেজ শো নিয়ে।

শর্টলিংকঃ