
বিনোদন ডেস্ক: ক’দিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সালমান খানের ‘রেস থ্রি’ ছবি নিয়ে কিছুটা হতাশাজনক মন্তব্য শোনা যাচ্ছিলো। প্রকাশিত ফার্স্ট লুকগুলো তেমন আকৃষ্ট করছে না দর্শককে। তবে সব হতাশাকে উড়িয়ে দিলো ‘রেস থ্রি’র মুক্তি পূর্ববর্তী আয়।
হ্যাঁ, মুক্তির আগেই রেকর্ড পরিমাণ আয় করে নিয়েছে সালমান খানের ‘রেস থ্রি’। ছবিটির স্যাটেলাইট স্বত্ব বিক্রি হয়েছে ১৫০ কোটি রুপিতে। এর আগে বলিউডের কোনও ছবির স্বত্ব এতো দামে বিক্রি হয়নি। যার ফলে বলিউড বিশ্লেষকরা ধারণা করছেন, বছরের অন্যতম ব্লকবাস্টার হতে চলেছে ‘রেস থ্রি’।
এছাড়া ‘রেস থ্রি’ মুক্তি পাবে আগামী ঈদে। আর ঈদে সালমান খানের ছবি মানেই হিট। সেই সূত্রেও ছবিটি তুমুল ব্যবসা করবে বলে মনে করছেন সবাই।
‘রেস থ্রি’ পরিচালনা করছেন রেমো ডি সুজা। এতে সালমান খান ছাড়াও অভিনয় করছেন জ্যাকুলিন ফার্নান্দেজ, অনিল কাপুর ডেইজি শাহ ও ববি দেওলকে। ছবিটি প্রযোজনা করছেন সালমান খান নিজেই। আগামী ১৫ জুন মুক্তি পাবে ‘রেস থ্রি’।