মায়ের কোলে চড়ে আদালতে হাজিরা দিতে এলো আড়াই বছরের শিশু আরিফ। সোমবার জামালপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ঘটেছে চাঞ্চল্যকর এ ঘটনাটি। নাবালক শিশুকে মামলার আসামি করায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ওয়াহেদুজ্জামান বাদী আব্দুল হানিফকেই জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, বকসীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের নতুন পাড়া গ্রামের আলী ব্যাপারী তার দূর সম্পর্কের মামাতো ভাই আব্দুল হানিফকে সাড়ে ৪ শতাংশ জমি সাবকবলার বদলে দানপত্র দলিল করে দেন। দানপত্র দলিল করে দেয়ার কিছুদিন পর আলী ব্যাপারী মারা যান। এর কিছুদিন পর আলী ব্যাপারীর ওয়ারিশদের জমির দলিল করে দিতে চাপ দেন আব্দুল হানিফ। এতে রাজি না হওয়ায় মৃত আলী ব্যাপারীর শিশুপুত্র আরিফ ও ভাই ফজলুল হকসহ (৩০) অন্য ৫ ওয়ারিশের বিরুদ্ধে প্রতারণা ও আত্মসাতের অভিযোগ এনে ১৬ জানুয়ারি আদালতে মামলা দায়ের করেন হানিফ।
মা অবিরন বেওয়ার কোলে চড়ে আড়াই বছরের শিশু আরিফ সোমবার আদালতে হাজিরা দিতে আসে। আসামি পক্ষের আইনজীবী টিটু কুমার সাহা পরিবর্তন ডটকমকে বলেন, জমিজমা নিয়ে বিরোধে আদালতে মিথ্যা তথ্য পরিবেশন করে নাবালক শিশুকে আসামি করায় বাদীকে জেল হাজতে প্রেরণ ও শিশু আরিফসহ আসামিদের জামিন দিয়েছে। সরকার পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নির্মল কান্তি ভদ্র পরিবর্তন ডটকমকে জানান, মিথ্যা মামলা দায়ের ও আদালতে ভুল তথ্য পরিবেশন করার অভিযোগে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ওয়াহেদুজ্জামান বাদী হয়ে শিশু আরিফের মামলার বাদী আব্দুল হানিফের বিরুদ্ধে মামলা দায়ের করেন।