মালদ্বীপে সর্তক অবস্থানে বাংলাদেশিরা

ডেক্স রিপোর্ট :
মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশিদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। সোমবার মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করে। এতে প্রয়োজন মালদ্বীপের রাস্তায় বা অন্য কোথাও ঘোরাঘুরি থেকে বাংলাদেশিদের বিরত থাকতে বলা হয়েছে। একই সঙ্গে কোনো ধরনের মিটিং-মিছিল ও সমাবেশে যোগ না দিতেও বলা হয়েছে।

এছাড়া অবাঞ্ছিত পরিস্থিতিতে জান-মালের নিরাপত্তার জন্য যে কোনো ধরনের সাহায্যের জন্য দূতাবাসের হটলাইন চালু করা হয়েছে। +৯৬০৩৩২০৮৫৯ এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। প্রসঙ্গত, ১ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট মালদ্বীপের বিরোধী ৯ নেতার বিরুদ্ধে আনা সরকারের অভিযোগ প্রত্যাখ্যান করে তাদের মুক্তির নির্দেশ দেন। একইসঙ্গে গত বছর সুপ্রিম কোর্টের আদেশে বরখাস্ত বিরোধীদলের ১২ সংসদ সদস্যকেও পুনর্বহালের আদেশ দেয়া হয়।

শর্টলিংকঃ