মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যালাবামা অঙ্গরাজ্যে ঘূর্ণিঝড়ে একই শহরে অন্তত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অ্যালাবামার ক্যালহাউন কাউন্টির ছোট্ট শহর ওয়াচিতে বেশকিছু বাড়িঘর ও গাছপালা ভেঙে পড়েছে। সেখানে অন্তত পাঁচজনের প্রাণহানি ঘটেছে।
গভর্নর কাই আইভে নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং সবাইকে সতর্ক থাকতে বলেছেন। ক্যালহাউন পার হয়ে এখন ঘূর্ণিঝড়টি চিলটনে আঘাত হেনে শেলবির দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
ঘূর্ণিঝড়ের কারণে অ্যালাবামা সফর বাতিল করেছেন ফার্স্টলেডি জিল বাইডেন। অভিনেত্রী জেনিফার গার্নারকে সঙ্গে নিয়ে অ্যালাবামা যাওয়ার কথা ছিল বাইডেন পত্মীর। ২০১৯ সালে পূর্ব অ্যালাবামায় দুটি ঘূর্ণিঝড়ে ২০ জনের প্রাণহানি ঘটে। তেথ্যসূত্র : সিএনএন ও বিবিসির খবরে এ তথ্য জানানো হয়।