
সাঘাটা : গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নে হেলেঞ্চা গ্রামে একটি নার্সারির তিনশতাধিক বিভিন্ন ফলজ গাছ কেটে সাবাড় করেছে মাদক সেবিরা। নার্সারি মালিকের অভিযোগ, নার্সারির ভেতরে নেশা করতে নিষেধ করায় মাদক সেবিরা এ তান্ডব চালায়।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে ওই নার্সারির আম, জাম, কাঁঠাল ও লিচুসহ বিভিন্ন ফলজ গাছ কাটা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। নার্সারির মালিক ওবায়দুল ইসলাম জানান, কামালেরপাড়া বারোকোনা গ্রামের আজাদুল ইসলাম সাঙ্গ-পাঙ্গদের নিয়ে মাঝেমধ্যে নার্সারিতে এসে মাদক সেবন করতেন। নার্সারির ভেতরে মাদক সেবনে নিষেধ করায় তারা ক্ষুব্ধ হয়ে ওঠে। এরই জের ধরে ঘটনার দিন বৃহস্পতিবার মধ্যরাতে মাদকসেবিরা ফলজগাছ কেটে সাবাড় করে। তবে আজাদুল ইসলাম এ অভিযোগ অস্বকীকার করেছেন।