
মাগুরা: মাগুরায় ৩২৫ পিস ইয়াবাসহ তারিকুল ইসলাম (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ মার্চ) দুপুরে ঢাকা রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। তারিকুল জেলার শ্রীপুর উপজেলার সোনাতুণ্ডি গ্রামের নুরুল ইসলামের ছেলে।
মাগুরা থানার উপপরিদর্শক (এসআই) ওলিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ঢাকা রোড বাসস্ট্যান্ড এলাকায় মারিয়া স্টোর নামে একটি দোকানে তল্লাশি চালানো হয়। এ সময় ৩২৫ পিস ইয়াবা, এক বোতল ফেনসিডিল ও নগদ ৬০ হাজার টাকাসহ তারিকুলকে আটক করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।