
আলমগীর হোসেন বগুড়া : শেরপুরে ভুট্টা ক্ষেতে পাওয়া নবজাতকের মাতৃত্বের দাবী নিয়ে গত সোমবার দুপুরে শেরপুর থানায় নবজাতকটির নানা ও নানী অভিযোগ দায়ের করার পরে মায়ের কোল ফিরে পেল নবজাতক ।
জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার খানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের ভুট্টা ক্ষেতে এলাকাবাসী একটি নবজাতককে দেখতে পায়।
পরে পুত্র শিশুটিকে গোপালপুর গ্রামের জনৈক রিক্সাচালক তার বাড়িতে নিয়ে যায়। এ খবর ছড়িয়ে পড়ার পর গতকাল শেরপুর থানায় নবজাতকের নানী এই মর্মে জিডি করে যে, আমার মেয়ে রোজিনা গত শুক্রবার বিকাল ৪ টায় শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পুত্র সন্তান প্রসব করে।
আমার মেয়ের বাচ্চা লালন পালনের সামর্থ্য না থাকায় গোপালপুর গ্রামের রিক্সা চালকের কাছে বাচ্চাটি দত্তক দেই। কিন্তু আমার মেয়ে সুস্থ হয়ে এখন বাচ্চা দাবী করছে। এই অভিযোগের ভিত্তিতে শেরপুর থানার এস, আই এবাদ আলী গত সোমবার দুপুরে উক্ত রিক্সা চালকের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এদিকে বাচ্চার লালনপালনকারী রিক্সাচালক বলেন, আমি বাচ্চাটিকে ভুট্টার জমিতে পেয়েছি যা সেদিন অনেকেই দেখেছে। আমার মনে হচ্ছে বাচ্চার অভিভাবক পরিচয় দানকারীরা বাচ্চাটিকে বিক্রি করে দেওয়ার ফন্দিতে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেছে।
এ ব্যাপারে শেরপুর থানার ওসি (তদন্ত) বুলবুল ইসলাম দশের খবরকে জানান, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে গত সোমবার রাতে নবজাতকের প্রকৃত মা সাধুবাড়ী গ্রামের রবিউলের স্ত্রী রোজিনার কোলে ফিরিয়ে দেয়া হয়েছে।