গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পানিতলা ব্রীজ থেকে ঝাঁপ দিয়ে নিখোঁজের ১৯ ঘন্টাপর শিহাব (২১) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।বুধবার সকাল সাড়ে ৯টায় ডুবুরী দল তার লাশ উদ্ধার করা করে।
নিখোঁজ শিহাব উপজেলার রাজাহার ইউনিয়নের শিহিপুর গ্রামের বাসিন্দা খাজা মিয়ার ছেলে।তিনি উপজেলার শহরগাছি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
এর আগে গত মঙ্গলবার বেলা আড়াইটার দিকে কয়েকজন বন্ধুর সাথে বাড়ীর পাশ দিয়ে বয়ে যাওয়া গাংনই নদীতে গোসল করতে যান শিহাব ।এসময় শিহাব ব্রীজ থেকে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়। দীর্ঘক্ষণ স্বজনরা নদীতে খোঁজাখোজি করে ব্যর্থ হন। পরে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরী দল ও রংপুর থেকে আসা ডুবুরী দল যৌথভাবে নিখোঁজ ছাত্রের লাশের সন্ধানে উদ্ধার কাজ শুরু করে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ এ তথ্য নিশ্চিত করে জানান, দীর্ঘ ১৯ ঘন্টা ঘটনাস্থল থেকে তার লাশ করে ডুবুরী দল।