বগুড়া প্রতিনিধি : মাদক ব্যবসা ছেড়ে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যেতে চান বগুড়া শাজাহানপুরের রেহেনা বেগম (৩৬) নামের এক গৃহবধু। সোমবার বিকালে শাজাহানপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষনা দেন। রেহেনা বেগম উপজেলার সাজাপুর গ্রামের আবতার আলী ওরফে পিতারের স্ত্রী।
লিখিত বক্তব্যে তিনি বলেন, নিজের ভুল ও পারিপার্শ্বিক কারণে তিনি মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছিলেন। মাদক ব্যবসার কারণে জেল জরিমানাসহ বিভিন্ন হয়রানির শিকার হতে হয়েছে এবং এলাকায় দুর্নাম ছড়িয়ে পড়েছে। এখন তিনি তার ভুল বুঝতে পেরেছেন।
তিনি আরো বলেন, প্রায় ১ বছর আগে মাদক ব্যবসা ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছি। আমি বিশ্বাস করি স্বাভাবিক জবিনে ফিরে অন্য ১০ জনের মত মাথা উচু করে সমাজে বাঁচার অধিকার আমারো আছে। ৬ কন্যা সন্তান নিয়ে সংসার জীবনে জীবিকার তাগিদে পেশা হিসাবে বেছে নিয়েছি কৃষি কাজ। অন্যের নিকট থেকে জমি বর্গা নিয়ে চাষাবাদ করছি। এমতাবস্থায় সুস্থ্য স্বাভাবিক ভাবে জীবন যাপনের জন্য বগুড়া জেলা প্রশাসক, পুলিশ সুপার, শাজাহানপুর থানার ওসি সহ সকলের সু-দৃষ্টি ও সহযোগিতা কামনা করছি। পাশাপাশি আর কোনদিন সর্বনাশা মাদক ব্যবসার সাথে নিজেকে জড়াবোনা বলে অঙ্গিকার করছি।
ভাল পথে হাটলেন বগুড়ার রেহেনা বেগম
শর্টলিংকঃ