বিনোদন ডেস্ক: চলচ্চিত্রকার আমজাদ হোসেন বেশ কয়েক মাস ধরে ক্ষুদ্রান্ত্রজনিত রোগে ভুগছিলেন। সম্প্রতি থাইল্যান্ডের সুকুমভিত হাসপাতালে তার সফল অস্ত্রোপচার হয়েছে। তবে এখন তিনি ভালো আছেন।
সোমবার (১৯ মার্চ) তার ছেলে সোহেল আরমান বলেন, ‘হঠাৎ করে বাবার ক্ষুদ্রান্ত্রে সমস্যা দেখা দেয়। উন্নত চিকিৎসার জন্য গত ২ মার্চ বাবাকে থাইল্যান্ড নিয়ে যাই। সেখানে তার ক্ষুদ্রান্ত্রে দু’টি সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। এখন বাবা সুস্থ আছেন।’
‘চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত বাবা বিপদমুক্ত। তাই ১৪ মার্চ বাবাকে নিয়ে আমরা ঢাকায় ফিরি। তিনি এখন পুরোপুরি বিশ্রামে আছেন।’
আমজাদ হোসেনের ইচ্ছানুযায়ী অস্ত্রোপচারের ব্যাপারটি তেমন কাউকে জানানো হয়নি। সোহেল আরমান বলেন, ‘বাবা চাননি অস্ত্রোপচারের আগে তার অসুস্থতার খবর বাইরের মানুষ জানুক। এতে তার ওপর মানসিক প্রভাব পড়তে পারে। তাই আমরাও কাউকে জানাইনি’।
আমজাদ হোসেন এখন শঙ্কামুক্ত হলেও আগামী ডিসেম্বরে তাকে আবারও চেকআপের জন্য থাইল্যান্ডে যেতে হবে।