ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে‘পরকীয়া’ ফাঁস করলেন তার স্ত্রী

স্পোর্টস ডেস্ক: জাতীয় ক্রিকেট দলের পেসার মোহাম্মদ শামির সঙ্গে রঙ খেলার ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন হাসিন জাহান। ওই পোস্টে মেয়ে সন্তানের ছবিও দিয়েছিলেন।

এছাড়া কয়েকটি মেয়ের ছবি হাসিন ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লিখেন শামি’স গালফ্রেন্ড। তবে যে অ্যাকাউন্টে এমন অভিযোগ তোলা হয়েছিল তা, এখন বন্ধ রয়েছে।

অন্যদিকে শামি টুইটার একটি গেট টুগেদারের ছবি পোস্ট করেছিলেন। যে ছবিতে দেখা গিয়েছে ভারত দলের উইকেট রক্ষক ঋদ্ধিমান সাহার বাড়িতে ডিনার করছেন শামি এবং তার স্ত্রী।

পরে হাসিন ভারতের এক সংবাদমাধ্যমকে জানায়, তিনি যা পোস্ট করেছেন তা কেবল নমুনা মাত্র, শামির আচরণ আরও খারাপ। তার সঙ্গে বিভিন্ন মেয়েদের সম্পর্ক রয়েছে। তিনি দাবি করেন শামির গাড়ি থেকে একটি লুকোনো ফোন পাওয়া গেছে সেখান থেকেই চ্যাটিংয়ের স্ক্রিনশট নেওয়া হয়।

ভারতীয় এ পেসার নাকি হাসিনকে এ জন্য মানসিক ও শারীরিকভাবে নির্যাতনও করেছেন! সামাজিক যোগাযোগমাধ্যমে হাসিন নিজেই ফাঁস করেছেন শামির বিবাহবহির্ভূত সম্পর্কের একাধিক ঘটনা।

এমন অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন ভারতীয় তারকা পেসার শামি। টুইটারে তিনি জানান, যেসব অভিযোগ আনা হয়েছে তা, সম্পূর্ন মিথ্যে। আমার ক্যারিয়ার ধ্বংস করার জন্য এমন ষড়যন্ত্র চলছে।

এর আগে শামির সঙ্গে আইপিএলে পরিচয় হয়েছিল কলকাতার মডেল কন্যা হাসিন জাহানের। এরপর ২০১৪ সালে দুজন বসেছিলেন বিয়ের পিঁড়িতে।

 

শর্টলিংকঃ