
স্পোর্টস ডেস্ক: ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে সাত উইকেটে জিতেছে বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল। প্রথম ম্যাচে ভারত পেয়েছিল এক রানের জয়। তৃতীয় ও শেষ ম্যাচ হবে বুধবার।
মঙ্গলবার দুই দলকে অনুপ্রেরণা দিতে মাঠে উপস্থিত ছিলেন বলিউডের অভিনেতা সুনীল শেঠি। বেশ কিছুক্ষণ খেলোয়াড়দের সঙ্গে কাটিয়েছেন তিনি।
মুম্বাইয়ের গোরেগাঁও স্পোর্টস ক্লাব মাঠে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে চার উইকেটে ১৪১ রান করেছে ভারত। সর্বোচ্চ ৫৩ রান করেছেন সৌরভ। বাংলাদেশের পক্ষে মহিদুল, রাজন ও স্বপন একটি করে উইকেট নিয়েছেন।
জবাবে ১৭তম ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ৬৬ রান করে দলের জয়ে বড় অবদান ওপেনার রিপনের। অধিনায়ক মহসিনের ব্যাট থেকে এসেছে ২৬ রান।
শেষ ম্যাচেও সাফল্য পেয়ে সিরিজ জিততে আত্মবিশ্বাসী মহসিন। তিনি বলেছেন, ‘ভারত ভালো দল। প্রথম ম্যাচে একটুর জন্য হেরে গেলেও আজ আমরা আধিপত্য বিস্তার করে জিতেছি। আশা করি, আগামীকাল সবাই আজকের মতো পারফর্ম করতে পারবে। আর তা হলেই আমরা জিতবো।’
এই সিরিজ শেষে ৭ এপ্রিল থেকে দিল্লিতে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ। ভারত ও বাংলাদেশের সঙ্গে প্রতিযোগিতার তৃতীয় দল নেপাল। ১৩ এপ্রিল দেশে ফেরার কথা বাংলাদেশ দলের।