বিনোদন ডেস্ক : শ্রীদেবী মে জাহ্নবীর জন্মদিন। আগামী ৭ মার্চ একুশে পড়বেন জাহ্নবী। আর কয়েকদিনের মধ্যেই তাঁর জন্মদিন। কিন্তু, ২১ বছরের জন্মদিনে ‘জান’-এর সঙ্গে থাকছেন না শ্রীদেবী।
এটা যেন মানতেই পারছেন না জাহ্নবী কাপুর। মা-কে যখন শেষ দেখা দেখেন জাহ্নবী কাপুর, তখন যেন তাঁর কান্না আর থামছিল না। মা-কে ছেড়ে কীভাবে থাকবেন, তা যেন কিছুতেই বুঝতে পারছেন না জাহ্নবী। আর তাই মা-কে কফিনবন্দি অবস্থায় যখন দেখতে পান জাহ্নবী, তখন তাঁকে থামানো যাচ্ছিল না।
আর কয়েকদিনের মধ্যেই তাঁর জন্মদিন। কিন্তু, ২১ বছরের জন্মদিনে ‘জান’-এর সঙ্গে থাকছেন না শ্রীদেবী। এটা যেন মানতেই পারছেন না জাহ্নবী কাপুর। মা-কে যখন শেষ দেখা দেখেন জাহ্নবী কাপুর, তখন যেন তাঁর কান্না আর থামছিল না।
মা-কে ছেড়ে কীভাবে থাকবেন, তা যেন কিছুতেই বুঝতে পারছেন না জাহ্নবী। আর তাই মা-কে কফিনবন্দি অবস্থায় যখন দেখতে পান জাহ্নবী, তখন তাঁকে থামানো যাচ্ছিল না।
মা-কে কফিনে বন্দি দেখে অঝোরে কাঁদতে শুরু করেন জাহ্নবী। আর তিনি যেন ভাবতেই পারছেন না, জন্মদিনের সময় মা-কে আর কখনও কাছে পাবেন না তিনি। বলিউডে ডেবিউ করুন জাহ্নবী, সফলভাবে কেরিয়ার গড়ে তুলুন ‘জানু’, তা সব সময় চাইতেন শ্রীদেবী।
আর তাই তো, মা-কে অনুসরণ করেই বেড়ে ওঠা জাহ্নবীর।সম্প্রতি একটি অনুষ্ঠানেও জাহ্নবীকে হাত ধরে নিয়ে ফ্যাশন শো-এ হাঁটেন শ্রী।
বলিউডে ডেবিউ-এর পর যাতে সিলভার স্ক্রিনে জাহ্নবী ক্যারিশমা দেখাতে পারেন, তা নিয়ে সব সময় সচেষ্ট ছিলেন শ্রী। কিন্তু, এবার সেই ‘জান’-কে ছেড়েই অকালে চলে যেতে হল শ্রীদেবীকে।