গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে জ্যাঠাতো ভাই মুনসুর আলী (৫০) নিহত হয়েছেন। উপজেলার উত্তর শ্রীপুর (কচিম বাজার) গ্রামে সোমবার সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মুনসুর আলী ও তারই চাচা ভাই মোজাহার আলীর সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক ও জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সকাল ১০ টার দিকে মোজাহার আলীর সাথে মুনসুর আলীর কথা কাটাকাটির হচ্ছিল।
এক পর্যায়ে মোজাহার আলী লাঠি দিয়ে মুনসুর আলীকে এলোপাতারি কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় মারা যান তিনি।
সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান জানান, নিহতর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় মোজাহার আলীকে গ্রেফতার করা হয়েছে।