ব্রীজ থেকে ঝাঁপ দিয়ে কলেজছাত্র নিখোঁজ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পানিতলায় গাংনই নদীতে গোসল করতে গিয়ে কলেজ পড়ুয়া এক শিক্ষার্থী দুপুর থেকে নিখোঁজ হয়েছে। তার নাম শিহাব সরকার। মঙ্গলবার রাত পৌনে ৮ টা পর্যন্ত রংপুরের ডুবুরী দল লাশ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

স্থানীয়রা জানান,গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের সিহিপুর গ্রামের বাসিন্দা খাজা মিয়ার ছেলে এবং শহরগছি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। সিহাব আজ মঙ্গরবার দুপুরে ৪-৫ জন বন্ধুর সাথে বাড়ির পাশের গাংনই নদীতে গোসল করতে যায়। সেখানে ব্রীজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়। দীর্ঘক্ষন স্বজনরা নদীতে খোঁজাখুশি শুরু করে ব্যর্থ হয়। পরে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টীম ও রংপুরের ফায়ার সার্ভিসের ডুবুরী দল নিখোজঁ ছাত্রের লাশের সন্ধানে উদ্ধার কাজ করে যাচ্ছে।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আরিফ আনোয়ার জানান,প্রায় ৫ ঘন্টা ধরে ফায়ার সার্ভিসের ডুবুরী দল লাশ উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু নদীর গভীরতা ও শ্রোতের কারনে কাজে বিলম্ব হচ্ছে।

শর্টলিংকঃ