বিচ ফুটবলের কোপা আমেরিকায় আর্জেন্টিনাকে ৮-২ গোলে উড়িয়ে দিয়ে আসরটির সেমিফাইনালে পা রেখেছে টুর্নামেন্টটির সফলতম দল ব্রাজিল। গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। অপরদিকে ব্রাজিলের কাছে হারলেও গ্রুপের রানার্স আপ হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা।
দক্ষিণ আমেরিকাতে বিচ ফুটবল খুবই জনপ্রিয়। আর কোপা আমেরিকা তো পুরো বিশ্বে খুব জনপ্রিয়। যার কারণে ২০১৬ সালে বিচ কোপা আমেরিকার উদ্বোধন করা হয়। ২০২৩ সালে চতুর্থ আসরের খেলা চলছে। যেখানে সেমিফাইনাল নিশ্চিত করেছেন ব্রাজিল, প্যারাগুয়ে, কলম্বিয়া এবং স্বাগতিক আর্জেন্টিনা।
গ্রুপ ‘এ’-তে একই সঙ্গে পড়েন আর্জেন্টিনা ও ব্রাজিল। যেখানে দুই দলের দেখায় স্বাগতিকদের ৮-২ গোলে বিধ্বস্ত করেছে নেইমারের দেশ ব্রাজিল। আগেই সেমিফাইনাল নিশ্চিত হওয়ায় ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই গ্রুপ পর্ব শেষ করে।