ডেক্স রিপোর্ট : ব্যাটিং বিপর্যয়ের কারণেই মুলত হারতে হয়েছে বলে মন্তব্য করেছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি জানান, ব্যাটসম্যানদের ওপর ভরসা থাকলেও, সামর্থ্য অনুযায়ী খেলতে পারেননি তারা । এ কারণে দলের ব্যাটিংয়ের ধরণে পরিবর্তন আনতে হয়েছে। এদিকে, স্পিননির্ভর উইকেটের সবটুকু সুবিধা কাজে লাগানোয় সাফল্য পেয়েছে শ্রীলঙ্কা, জানিয়েছেন রঙ্গনা হেরাথ।
তৃতীয় দিনে দুটো পথই খোলা ছিল। দুর্দান্ ব্যাটিং করে অসম্ভবকে সম্ভব করা নতুবা পুরনো পথের পথিক হওয়া। বাংলাদেশ হাঁটলো তিক্ত পুরনো পথ ধরে। লঙ্কান স্পিনারদের সামনে বালির বাঁধের মতো ধসে পড়ে টাইগার ব্যাটিং লাইনআপ। হারের পেছনে ব্যাটিং বিপর্যয়কে দায়ী করাটাই তাই স্বাভাবিক।
তামিম-কায়েস-সাব্বিরদের অমন ব্যর্থতাকে দোষারোপ করলেও, ব্যাটারদের আগ্রাসী ব্যাটিং করতে চাওয়াকে সমর্থনই করলেন অধিনায়ক। ড্র নয়, বাংলাদেশ নাকি এই টেস্টে জয়ের লক্ষ্যেই নেমেছিল, মন্তব্য রিয়াদের। এদিকে, লঙ্কানদের মুলমন্ত্র ছিল, যস্মিন দেশে যদাচারের মতো। স্পিননির্ভর উইকেটে স্পিনবিষ ছড়িয়েছে লঙ্কানরা। উইকেটের ব্যবহারই দুই দলের পার্থক্য গড়ে দিয়েছে, মন্তব্য হেরাথের।
রঙ্গনা হেরাথ বলেন, ‘দেখুন, এই উইকেটে ব্যাটিং করা সহজ নয়। চট্টগ্রামের উইকেট আর এই উইকেটে বিস্তর ফারাক। এখানটায় স্পিনাররা বেশ সুবিধা পাচ্ছিলো। আর আমরা সেটিই কাজে লাগিয়েছি। এমন উইকেটে টিকে থাকার চেষ্টা করা অসম্ভব। আমরা জানতামই তারা উইকেট ছেড়ে বেরিয়ে আসবে। লিড যখন তিনশোর ওপরে উঠে। তখন বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে গেছে অনেকেই ধারণা করে নিয়েছিলো। তবে এমন হতশ্রী পারফরম্যান্সই প্রত্যাশিত ছিলো না টাইগার সমর্থকদের।