স্টাফ রিপোর্টার : গাইবান্ধার গোবিন্দগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুইজন শ্রমিক আহত হয়েছেন। পৌর শহরের নিউ ভাগ্য কুঠির জুয়েলার্সের দ্বিতীয় তলায় স্বর্ণ তৈরির কারখানায় আজ বুধবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
আহত দুই স্বর্ণ শ্রমিক হলেন- পৌর এলাকার শিববাটি গ্রামের মনোরঞ্জনের ছেলে তপন চন্দ্র (১৬) ও পাশ্ববর্তী চাঁদপাড়া গ্রামের ভূষন চন্দ্রের ছেলে ডলোন চন্দ্র (৩৫)।
স্থানীয়রা জানান, ওই কারখানায় ১৬ জন শ্রমিক কাজ করছিলেন। এদের মধ্যে সিলিন্ডার বিস্ফোরণে দুইজন আহত হন। খবর পেয়ে স্থানীয় সিভিল ফায়ার সার্ভিস ইউনিটের কর্মীরা ঘটনা স্থলে ছুটে এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। উপজেলা ফায়ার সার্ভিস ইউনিট ইনচার্জ আব্দুল হামিদ দশের খবরকে এ তথ্য নিশ্চিত করে বলেন, মেয়াদীত্তীর্ণ সিলিন্ডার ব্যবহারের ফলে এ দুর্ঘটনা ঘটতে পারে।