
স্পোর্টস ডেস্ক: সাকিব আল হাসানের ৩১তম জন্মদিন আজ। আজ বিভিন্ন কাজে ব্যস্ত থাকবেন তিনি। তাই একদিন আগেই সমর্থকদের সময় দিলেন। ভক্তদের সঙ্গে একদিন আগেই শুক্রবার জন্মদিন উদযাপন করলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। মিরপুর এক নম্বরে সাকিব’স ৭৫ কনভেনশন হলে হয়েছে অনুষ্ঠানটি।
১৯৮৭ সালের এই দিনে মাগুরায় জন্ম সাকিবের। ২০০৬ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। একই বছর জিম্বাবুয়ের বিপক্ষেই খুলনায় টি ২০ ও পরের বছর চট্টগ্রামে ভারতের বিপক্ষে টেস্টে অভিষেক হয় সাকিবের। তিন ফরম্যাট মিলিয়ে ৩০০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এই বাঁ-হাতি অলরাউন্ডার। দীর্ঘদিন তিন ফরম্যাটেই ছিলেন বিশ্বের একনম্বর অলরাউন্ডার।
সম্প্রতি শ্রীলংকায় নিদাহাস ট্রফির ফাইনালে ভারতের কাছে বাংলাদেশ হারলেও অধিনায়ক সাকিব মনে করছেন, এই ফরম্যাটে অনেক উন্নতি করেছে দল। তিনি বলেন, ‘নিদাহাস ট্রফির ফাইনালে উঠে আমরা দেখিয়েছি এই ফরম্যাটেও (টি ২০) পারে বাংলাদেশ। এখন এটা ধরে রাখতে হবে।’ টি ২০তে ভালো করতে হলে বিপিএলের পাশাপাশি আরও একটি ঘরোয়া টি ২০ টুর্নামেন্ট হলে ভালো হয় বলে মনে করছেন সাকিব। তিনি বলেন, ‘শুনেছিলাম বিপিএলের পাশাপাশি ঢাকা লিগের ছয়টি দল নিয়ে আরেকটি টি ২০ টুর্নামেন্ট হবে। সেটা করতে পারলে এই ফরম্যাটে দলের জন্য ভালো হবে।’