বিমানবন্দরে মরদেহ গ্রহণ করবেন কাদের

ডেস্ক  রিপোর্ট :  কাঠমান্ডুতে উড়োজাহাজ দুর্ঘটনায় নিহতদের মরদেহ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (১৯ মার্চ) বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইট বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

সোমবার দুপুরে মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

উড়োজাহাজ দুর্ঘটনায় নিহতদের মধ্যে ২৩ বাংলাদেশির মরদেহ বিকেল ৪টা নাগাদ বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে করে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

শর্টলিংকঃ