আবদুর রাজ্জাক,কক্সবাজার : র্যাব-৭’কক্সবাজার ক্যাম্পের সদস্যরা জেলার চকরিয়া আজিজ নগর এলাকায় মদ তৈরীর কারখানায় অভিযান চালিয়ে ৪’কোটি ২৭’লক্ষ ১০’হাজার টাকা মূল্যের ৮৫হাজার ৪’শত ২০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ ও মদ তৈরীর বিপুল পরিমান
সরঞ্জামসহ বাসেং মারমা (৩০) নামের এক মদ ব্যবসায়ীকে আটক করেছে।
বৃধবার(২৮ফেব্রুয়ারী) সকাল ৮ ঘটিকা হইতে দুপুর ১১ ঘটিকা র্পযন্ত জেলার চকরিয়া
উপজেলার আজিজ নগর এলাকায় মদ তৈরীর আস্তানায় অভিযান চালিয়ে দেশীয় তৈরী
চোলাইমদ ও মদ তৈরীর বিপুল পরিমান সরঞ্জামসহ তাকে আটক করে র্যাব সদস্যরা।
আটককৃত বাসেং মারমা বান্দরবান জেলার লামা আজিজ নগর এলাকার মুমবুরী
মারমার পুত্র বলে জানা গেছে। র্যাবÑ৭’র সিনিয়র সহকারী পুলিশ সুপার(মিডিয়া) মিমতানুর রহমান (পিপিএম) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি জানা যায়, বুধবার(২৮ ফেব্রুয়ারী) সকাল ৮ ঘটিকা হইতে দুপুর ১১ ঘটিকা র্পযন্ত র্যাব-৭’কক্সবাজার ক্যাম্পের কো¤পানী কমান্ডার মেজর রুহুল আমিনের নেতৃত্ব একদল র্যাব সদস্য গোপন সংবাদের ভিত্তিতে জেলার চকরিয়া উপজেলার আজিজ নগর এলাকায় মদ তৈরীর কারখানায় অভিযান চালিয়ে চার কোটি সাতাশ লক্ষ দশ হাজার টাকা মূল্যের ৮৫ হাজার ৪’শত ২০লিটার দেশীয় তৈরী চোলাইমদ ও মদ তৈরীর বিপুল পরিমান সরঞ্জামসহ মদ ব্যবসায়ী বাসেং মারমা (৩০) কে আটক করে।
পরবর্তীতে মোঃ দুয়ানুল আলম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়,বান্দরবান এর উপস্থিতিতে উদ্ধারকৃত চোলাই মদ ধ্বংস করা হয় বলে র্যাব সূত্রে প্রকাশ। উদ্ধারকৃত মাদক সহ আসামীকে লামা থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাব-৭’কক্সবাজার ক্যাম্পের কো¤পানী কমান্ডার মেজর রুহুল আমিন।