বিএনপির হাল ধরবেন তারেক রহমান

ডেক্স রিপোর্ট : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানই দলটির হাল ধরতে যাচ্ছেন। বিএনপি চেয়ারপারসন খালেদার জিয়ার অবর্তমানে দলীয় গণতন্ত্র অনুযায়ী তাবের রহমান দলের হাল ধরবেন। মামলায় বেগম জিয়াকে পাঁচ বছরের সাজা দেওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় সূত্রে এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করে জানায় খুব শিগগিরই বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের সিনিয়র ভাইস চেয়ারপারসন তারেক রহমানকে দন্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার রাজধানীর পুরান ঢাকার বকশীবাজার বিশেষ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান এই রায় ঘোষণা করেন। রায়ে খালেদা জিয়াকে ৫ বছর দিয়েছেন আদালত। একইসঙ্গে তারেক রহমানসহ বাকি আসামিদের ১০ বছর কারাদন্ড দেওয়া হয়। এ সময় ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। দন্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পুরনো কেন্দ্রীয় কারাগারের ডে-কেয়ার সেন্টারে রাখা হয়েছে। আর তারেক রহমান দীর্ঘদিন ধরে লন্ডনে অবস্থান করছেন।

দলীয় সুত্র জানায়, বিএনপির ২০০৯ সালের ৮ ডিসেম্বর সংশোধিত দলীয় গণতন্ত্র অনুযায়ী খালেদা জিয়ার অনুপস্থিতিতে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

একই সুত্রমতে তারেক রহমানের নির্দেশনায় দলের নেতৃত্ব দিবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে সহযোগিতা করবেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, মির্জা আব্বাস, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ দলের সিনিয়র নেতারা।

শর্টলিংকঃ