
সাতক্ষীরা: সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলার ভৈরবনগর এলাকায় মিনি পিকআপভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সাতজন।
মঙ্গলবার (২০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা-খুলনা সড়কে এ দুঘর্টনা ঘটে।
নিহতরা হলেন- কালিগঞ্জ উপজেলার কালিয়াকর গ্রামের মনিরুজ্জামানের স্ত্রী আকলিমা খাতুন, তার ছেলে আশিকুজ্জামান (১২) ও মেয়ে মিম (৩), নুর বানু, সাইদুল ইসলাম ও সাব্বির হোসেন। আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, কালীগঞ্জ থেকে একটি পিকআপ ভাড়া করে মনিরুজ্জামান খুলনায় গিয়েছিলেন তার এক আত্মীয়ের নামাজে জানাজায় অংশ নিতে। ফেরার পথে পাটকেলঘাটার ভৈরবনগর এলাকায় পৌঁছলে খুলনাগামী একটি ট্রাকের সাথে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ছয়জন নিহত ও সাতজন আহত হন। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, লাশগুলো উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদেরও একই হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।