ঢাকা-রংপুর মহাসড়ক

মহাসড়কে পণ্যবাহী ট্রাকে ঝুঁকিপূর্ণ যাত্রা

ঈদুল ফিতরের ছুটি শেষে রাজধানী অভিমুখে ছুটছেন গাইবান্ধার কর্মজীবি মানুষ। এক সঙ্গে রাজধানী অভিমুখে এত যাত্রী সামাল দিতে পারছেনা পরিবহনগুলো।

জেলার গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী পৌর শহরে কোন বাসস্ট্যান্ড বা টার্মিনাল নেই।শহরের ভেতর দিয়ে প্রবাহিত ঢাকা-রংপুর মহাসড়ক ঘেষে গড়ে উঠছে বিভিন্ন পরিবহনের কাউন্টার। টিকিট সংগ্রহের জন্য যাত্রীরা গত তিনদিন ধরে কাউন্টারগুলোতে ভির করছেন।যাত্রীরা জানান, ছুটির শেষ সময় গতকাল বৃহস্পতিবার নতুন করে টিকিট না পেয়ে তারা বাধ্য হয়ে জীবনের ঝঁকি নিয়ে বাসের ছাদ ও পণ্যবাহী ট্রাকে যাত্রা করছেন।

গোবিন্দগঞ্জ চারমাথা মোড়ে অপেক্ষামান গাজীপুরের এক গার্মেন্টের কর্মী মনিরা আকতার (২৫) জানান, বৃহস্পতিবার সকাল থেকে বাসের জন্য অপেক্ষা করে দুপুর পর্যন্ত কোন বাসে উঠতে পাননি। তিনি আরও জানান, রংপুর বিভাগের সব বাস গোবিন্দগঞ্জ চারমাথা হয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় যাচ্ছে। কিন্তু প্রতিটি বাসের ভেতর ও ছাদে যাত্রী কানায় কানায় পরিপূর্ণ। দুই একটি বাস তাদের নিতে চাইলেও ভাড়া চায় দ্বিগুণেরও বেশি।তাই ট্রাকের ওপর চড়ে ঢাকায় যাচ্ছি।

গাইবান্ধার পরিবহন শ্রমিক নেতা অলিউর রহমান বলেন, যাত্রীদের চাপ পড়েছে একসঙ্গে। প্রয়োজনের তুলনায় পরিবহন সংখ্যা কম। এ কারণে কিছুটা ভোগান্তি হচ্ছে।

ঢাকাগামী বিশমিল্লাহ পরিবহনের সুপারভাইজার আব্দুল হান্নান বেশি ভাড়া নেওয়ার কথা স্বীকার করে বলেন, এখন ঢাকায় যেসব গাড়ী যাবে তারা যাত্রী না নিয়েই ফিরে আসবে।একমুখী যাত্রী পরিবহনের কারণে কাউন্টার থেকে কিছু বেশি ভাড়া নিচ্ছে।

শর্টলিংকঃ