গাইবান্ধা: শম্পা আক্তার (১২) নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করেছেন গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম।
শুক্রবার (২ মার্চ) সন্ধ্যার দিকে এ বাল্যবিয়েটি বন্ধ করেন তিনি।
শম্পা গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত মফো মিয়ার মেয়ে। সে আরিফ খাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।
রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, গোপনে মেয়েটির মা তাকে উপজেলার বোয়ালী ইউনিয়নের পেয়ারপুর গ্রামের এক যুবকের সঙ্গে বিয়ে দিচ্ছিলেন।
খবর পেয়ে গ্রাম পুলিশ ও স্থানীয়দের নিয়ে বিয়ে বাড়িতে গেলে পাত্রপক্ষ পালিয়ে যায়। পরে মেয়েটিকে ১৮ বছরের আগে বিয়ে দিবেন না বলে লিখিত দেন তার মা।