বার্বাডোজে ফিরলেন সাকিব; দল পেয়েছেন মাহমুদুল্লাহও

দশের খবর ডেস্ক: ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) টি-২০ ক্রিকেটে আবারো বার্বাডোজের হয়ে খেলবেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

বৃহস্পতিবার রাতে লন্ডনে অনুষ্ঠিত সিপিএল ষষ্ঠ আসরের নিলামে ১ লাখ ৩০ হাজার ডলারে সাকিবকে কিনে নিয়েছে বার্বাডোজ ট্রাইডেন্টস। বিক্রি হয়েছেন আরেক বাংলাদেশী মাহমুদুল্লাহ রিয়াদ। ৭০ হাজার ডলারে মাহমুদুল্লাহকে দলে নিয়েছে সেন্ট কিটস অ্যান্ড রনভিস।

২০১৩ সালে সিপিএলের অভিষেক মৌসুমে বার্বাডোজের হয়ে খেলেছিলেন সাকিব। এরপর ২০১৬ ও ২০১৭ সালে জ্যামাইকা তালাওয়াশের হয়ে অংশ নেন তিনি। আসন্ন আসরের জন্য আবারো সাকিবকে দলে ভেড়ায় বার্বাডোজ। দলে সাকিবের সতীর্থ হিসেবে আছেন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা, নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল, পাকিস্তানের ওয়াহাব রিয়াজ-জুনায়েদ খান ও ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন স্মিথ ছাড়াও আর অনেকে।

নিলামে বাংলাদেশের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে দল পেয়েছেন মাহমুদুল্লাহ। আগামী মৌসুমে সেন্ট কিটস অ্যান্ড নেভিসের হয়ে খেলবেন তিনি। তার সাথে এই দলে আরও আছেনÑ ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল-এভিন লুইস-কালোর্স ব্র্যাথওয়েটের বড় বড় তারকারা। গত মৌসুমে জ্যামাইকা তালাওয়াশের হয়ে খেলেছিলেন মাহমুদুল্লাহ।

এদিকে, নেপালের প্রথম খেলোয়াড় হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে সদ্যই বিক্রি হওয়া সন্দ্বীপ লামিচান এবার দল পেয়েছেন সিপিএলেও। ৫ হাজার ডলারে ১৭ বছর বয়সী লামিচানকে দলে নিয়েছে মাহমুদুল্লাহ’র সেন্ট কিটস অ্যান্ড নেভিস।

ষষ্ঠ আসরের জন্য নিলামে সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার ডলারে দামে বিক্রি হয়েছেন ছয়জন। এরা হলেনÑ ওয়েস্ট ইন্ডিজের গেইল, আন্দ্রে রাসেল, লেন্ডন সিমন্স, ডোয়াইনব্রাভো, নিউজিল্যান্ডের গাপটিল ও পাকিস্তানের সোহেল তানভীর।
ছয়টি দলকে নিয়ে আগামী ৮ আগস্ট থেকে শুরু হবে সিপিএল।

শর্টলিংকঃ