বাবার অসমাপ্ত কাজ শেষ করতেই এমপি হতে চাই

কেএম জহুরুল হক, ফুলছড়ি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গাইবান্ধা-০৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের নির্বাচনী এলাকার সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়নে মজিদের ভিটা, সরদারপাড়া ও আমতলী এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে লিফলেট বিতরণ করে নৌকায় ভোট চান- সাঘাটা-ফুলছড়িতে নৌকার মনোনয়ন প্রত্যাশী- ফারজানা রাব্বি বুবলী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করে, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে, বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার, বীর মুক্তিযোদ্ধা মরহুম এ্যাড.. ফজলে রাব্বী মিয়া এমপি’র সুযোগ্য কন্যা- সাঘাটা-ফুলছড়ি’র প্রিয় মুখ,ফুলছড়ি উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক- ফারজানা রাব্বী বুবলী, প্রতিনিয়ত ছুটে চলেছেন।

নির্লোভ, নির্মোহ, স্বজনপ্রীতি বিহীন ও সাধারণ জীবন যাপন করা এই মানুষটার জন্য, সাঘাটা-ফুলছড়ি’র অবহেলিত জনপদের মানুষগুলো নতুন করে স্বপ্ন দেখতে শিখেছে। তাঁর সাধারণ মানুষের জন্য কাজ করার স্পৃহা অনেক। তিনি যদি এবার নৌকার মাঝি হিসেবে মনোনীত হন তাহলে তার বাবার অসমাপ্ত কাজগুলো শেষ করবেন বলে আশা ব্যক্ত করেন।

শর্টলিংকঃ