বাংলাদেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে আব্দুল হামিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুন:নির্বাচিত হয়েছেন।তার জমা দেওয়া মনোনয়নপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে একক প্রার্থী হিসেবে বুধবার তাকে নির্বাচিত ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এম নুরুল হুদা। বাংলাদেশে আব্দুল হামদ একমাত্র ব্যক্তি যিনি দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হন। খবর বিবিসি বাংলা।
২০১৩ সালের ১৪ই মার্চ তৎকালীন রাষ্ট্রপতি মো: জিল্লুর রহমান সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকার সময়ে তিনি প্রথম রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন । এরপর রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুর পর ২০শে মার্চ ২০১৩ থেকে তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন শুরু করেন। পরে আব্দুল হামিদ একই বছরের ২২শে এপ্রিল তিনি বিনা-প্রতিদ্বন্দ্বীতায় প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন এবং ২৪শে এপ্রিল শপথ গ্রহণ করেন। দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ারে তিনি একটানা অনেক দিন স্পিকারের দায়িত্ব পালন করেন।
বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ ২০১৫ সালের ডিসেম্বরে তার রাষ্ট্রপতি পদে দায়িত্ব পালনের সাড়ে তিনবছরের মাথায় বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাতকারে বলেছিলেন, শপথ নেবার পর থেকে তিনি পরিপূর্ণভাবে তার সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন।
বঙ্গভবনে বিবিসি বাংলার পক্ষ থেকে ওই সাক্ষাৎকারটি নেন সংবাদদাতা আকবর হোসেন। সেসময় আব্দুল হামিদ বলেন, সংবিধানে যা আছে তার ভেতরে থেকেই রাষ্ট্রপতিকে দায়িত্ব পালন করতে হয়।
বাংলাদেশে সম্প্রতি জঙ্গি তৎপরতা বৃদ্ধির প্রেক্ষাপটে রাষ্ট্রপতি আব্দুল হামিদ সেসময় বলেন, তিনি মনে করেন এর পেছনে হয়তো আন্তর্জাতিকভাবে ইন্ধন থাকতে পারে। মসজিদে আক্রমণ কিংবা ভিন্ন ধর্মাবলম্বীদের হুমকির এবং হামলার বিষয়গুলো বাংলাদেশের জন্য দুর্ভাগ্যজনক বলেও তিনি মন্তব্য করেছিলেন।