কক্সবাজার ৩ (উখিয়া-টেকনাফে) আসনে আলোচিত সংসদ সদস্য আবদুর রহমান বদির কোন বিকল্প নেই বলে ঘোষনা দিয়েছেন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আগামী নির্বাচনে বদিকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করার আহবান জানান আওয়ামীলীগের সাধারন সম্পাদক। আজ কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে উখিয়ার কোটবাজারে এক পথ সভায় ওবায়দুল কাদের এই ঘোষনা দেন।
উখিয়া কোর্ট বাজার স্টেশনে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত পথসভায় বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন বদি গরীবের বন্ধু, বদির কোন বিকল্প নেই। সংসদ বদির প্রশংসা করে আওয়ামীলীগ সাধারন সম্পাদক বলেছেন, উখিয়া টেকনাফের উন্নয়নের জন্য বদি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। রোহিঙ্গাদের কারনে ক্ষতিগ্রস্থ উখিয়া-টেকনাফের স্থানীয় জনগনের জন্য এমপি বদির দাবীর প্রেক্ষিতে নানা সহযোগিতার ব্যবস্থা করা হয়েছে। এসময় ওবায়দুল কাদের পথসভায় উপস্থিত জনগনের কাছে বদি নেতা-কর্মীদের খবর নেয় কিনা জানতে চান। নেতা-কর্মীরা সমস্বরে বদি নেতা-কর্মীদের খবর নেয় বলে জানান। ওবায়দুল কাদের বলেন, বদি সবসময় সংসদে আপনাদের কথা বলে। তাই আগামীতে বদিকে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো জয়ী করতে হবে।
রোহিঙ্গাদের মিয়য়ানমারে ফেরত নিতে কাজ চলছে বলেও জানান তিনি। এসময় আরো বক্তব্য রাখেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদি, কক্সবাজারে জেলা আওয়ামীলীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা, সাধারন সম্পাদক মুজিবুর রহমান, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সাইমুম সরোয়ার কমল, জেলা পরিষদ সদস্য আশরাফ জাহান কাজল।