বগুড়া প্রতিনিধি : বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অবসরপ্রাপ্ত সিনিয়র প্রভাষক ডাঃ মোঃ সহিদুর রহমান ও ডাঃ মোঃ আবুল হোসেনদ্বয়ের বিদায় সংবর্ধনা মঙ্গলবার কলেজ হলরুমে অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ মোঃ দেলওয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতান মাহমুদ খান রনি। বিশেষ অতিথি বক্তব্য রাখেন, বগুড়া জেলা পরিষদ সদস্য, প্রভাষক মাহফুজা খানম লিপি, সাবেক সচিব মোঃ আব্দুর রহিম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য ডাঃ এস এম মিল্লাত হোসেন, বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুস সালাম বাবু, অবসরপ্রাপ্ত ডাঃ মোঃ সহিদুর রহমান ও ডাঃ মোঃ আবুল হোসেন প্রমুখ। শেষে বিদায়ী শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো এবং উপহার প্রদান করা হয়। এ সময় বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক, ছাত্র/ছাত্রী উপস্থিত ছিলেন।