বগুড়া ভি এম উচ্চ বিদ্যালয়ের দেড়শ বছর উদযাপন শনিবার


আলমগীর হোসেন  বগুড়া :   বিপুল উৎসাহ –উদ্বেপনার মধ্যে দিয়ে আনা আয়োজনে বগুড়ার ঐতিহ্যবাহি একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বালিকা (ভিএম) উচ্চ বিদ্যালয়ের ১৫০ বছরপূতি উদযাপিত হতে যাচ্ছে শনিবার। তৎকালিন মহারানী ভিক্টোরিয়া ১৮৬৯ সালে এ মেয়ের সুশিক্ষার জন্য ভিক্টোরিয়া মেমোরিয়াল (ভিএম) স্কুল নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেছিলেন। উদযাপন উপলক্ষ্যে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীণীদের মাঝেও আনন্দ আর সাজসাজ ভাব দেখা যাচ্ছে। এ বিদ্যালয় থেকে শিক্ষা গ্রহন করে মন্ত্রী, সচিব, ডাক্তার, প্রফেসরসহ বিভিন্ন পর্যায়ে উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে কেউ চাকুরী করছেন আবার অনেকেই অবসর গ্রহন করেছেন। এই দেড়শত বছর পুতি উদযাপনে নানা কর্মসূচি গ্রহন করেছে এবং বর্ণিল সাজে সাজানো হয়েছে বিদ্যালয় প্রাঙ্গন।

বগুড়া সরকারি বালিকা (ভিএম) উচ্চ বিদ্যালয়ের দেড়শত বছরপুর্তি উদযাপন উপলক্ষ্যে গত কয়েক দিন ধরে চলছে প্রস্তুতি। এ প্রস্তুতির মধ্যে রয়েছে বিদ্যালয়ের ভবনগুলো রং করা, পরিস্কার-পরিচ্চন্নতার কাজ, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীনীদেরকে আমন্ত্রণ জানানো, বিদ্যালয়ের প্রাচীরের বিভিন্ন নীতি কথা ও প্রবাদ বাক্য সুন্দর করে লেখা হয়েছে এবং বছরপূর্তি উদযাপনে নানা অনুষ্ঠানামা প্রস্তুতি। এ বিদ্যালয়ের ১৫০শত বছরপূর্তি উদযাপন অনুষ্ঠান প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীনীদের বহুল প্রত্যাশিত-কাঙ্খিত। এ বিদ্যালয়টি তৎকালিন মহারানীর নামে প্রতিষ্ঠিত হলেও পরবর্তীতে ১৯৬২ সালে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নামে সরকারি করণ করা হয়। সেই সময় থেকেই এ অঞ্চলের মেয়ের মাধ্যমিক শিক্ষার প্রসার ঘটিয়েছে। বিদ্যালয়টি সুদীর্ঘ বছর চলে আসায় লক্ষাধিক শিক্ষার্থীনী সুশিক্ষা গ্রহন করে দেশে এবং দেশের বাইরে উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে কর্মরত থেকেছেন। আর বিদ্যালয়ের

সরকারি বালিকা (ভিএম) উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী রওশন আরা বেগম জানান, বগুড়ার ঐতিহ্যবাহি একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বালিকা (ভিএম) উচ্চ বিদ্যালয়ের ১৫০ বছরপূতি উদযাপিত অনুষ্ঠান এ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও অভিভাবকদের বহু প্রত্যাশিত ছিল। সেই মহেদ্রক্ষণ শনিবার হতে যাচ্ছে ভাবতে আনন্দ লাগছে। এ বিদ্যালয়ের অনেক প্রাক্তন শিক্ষার্থীনীরা এহধাম ছেড়ে চলে গেছেন, যারা জীবিত আছে হয়তো তাদের অনেকের সাথেই দেখা হবে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। এ বছরপূর্তি উপলক্ষ্যে বতমান ও প্রাক্তন শিক্ষার্থীনীদের মধ্যে সাজ সাজ বর দেখা গেছে।
বগুড়া সরকারি বালিকা (ভিএম) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ১৫০ বছরপূর্তি উদযাপন কমিটির সভাপতি মোছাঃ রাবেয়া খাতুন জানান, বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্রীদের বহুল প্রত্যাশিত ও আকাঙ্খিত দেড়শত বছরপূর্তি উদযাপন অনুষ্ঠান শনিবার সকালে শোভাযাত্রার মধ্যে দিয়ে অনুষ্টানমালা শুরু করা হবে। এরপর বিদ্যালয়ের শহীদ মিনারের পুষ্পমাল্য অর্পন, কেক কর্তন, সমাবেশ, আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে। উদযাপন অনুষ্ঠানের প্রধানঅতিথি থাকবেন, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। উদযাপন অনুষ্ঠানে প্রাক্তন ও নতুন শিক্ষার্থীনীদের মিলনমেলা বসছে।

তিনি আরো জানান, বগুড়া সরকারি বালিকা (ভিএম) উচ্চ বিদ্যালয় থেকে প্রতি বছর থেকে কৃতিত্বের সাথে ফলাফল অর্জন করে আড়াই শত শিক্ষার্থী উচ্চ শিক্ষার জন্য বের হয়ে যাচ্ছে। এ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী বর্তমান জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক,বর্তমান অতিরিক্ত সচিব আরফিন আরা নাজ, ঢাকা বিশ^বিদ্যালয়ের প্রফেসর তাজমেরী ইসলাম, প্রফেসর গীতি আরা নাছরিন, ঢাকা মেডিকেল কলেজহাসপাতালে কর্মরত ডাক্তারসহ দেশ-বিদেশে উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।

শর্টলিংকঃ