বগুড়া ঢেকে রেখেছে পুলিশ, র‌্যাব-বিজিবি


আলমগীর হোসেন বগুড়া
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মামলা রায় আজ বৃহস্পতিবার ৮ ফেব্রুয়ারীকে কেন্দ্র করে পুলিশ,র‌্যাব ও বিজিবি কঠোর নিরাপত্তায় ঢেকে রেখেছে পুরো শহর। শহরের মোড়ে মোড়ে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন এবং সাইরন বাজিয়ে র‌্যাব-বিজিবির টহল। বিএনপির দলীয় কার্যালয়ের সামনে রাস্তা বন্ধু করে তিন পাশে পুলিশ অবস্থান করছে। থমথমে অবস্থা বিরাজ করছে শহর এবং শহরের বাইরে। সেকারণে শহরের যান ও মানুষের চলাচল খুবই কম। শহরের বাইরেও উপজেলাগুলোতে সর্বোচ্চ সর্তক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।

প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভুমি ও বিএনপির ঘাটি হিসেবে পরিচিত বগুড়া। আর সেকারণে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মামলার রায় ঘোষণা হওয়ায় কয়েক দিন আগে থেকে জেলায় দলীয় নেতাকর্মীদের ব্যাপক ধর-পাগাড় চলছে। রায় ঘোষনা আগে ও পরে যাতে জেলায় কোথায় কোন আইন-শৃংখলার অবনিত না হয় সেজন্য জেলায় পুলিশ, র‌্যাবসহ প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে। সর্বশেষ বুধবার দুপুরে বগুড়ায় ৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে বগুড়া শহর ও শহরতলীর বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে ব্যাপক সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। এর আগে থেকে মাঠে নেমে থাকা র‌্যাব-১২ এর কয়েকটি গাড়ি সমৃদ্ধ টহল দল সব সময় রাস্তায় সাইরন বাজিয়ে চলছে। এরপর বৃহস্পতিবার সকাল থেকে শহরের ফতেহ আলী বাজারের সামনে নবাববাড়ি রাস্তায় বিএনপির কার্যালয়ের সামনে রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ। এমন অবস্থায় শহরের এবং বাইরের মানুষের মধ্যে থমথমে অবস্থা বিরাজ করছে।

বগুড়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলীমুল রাজীব জানান, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মামলার রায় হবে কাল বৃহস্পতিবার। এ সংক্রান্ত বগুড়া জেলার যাতে কোন প্রকার অপ্রীকির ঘটনা না ঘটে। সেজন্য স্বাভাবিক পরিস্থিতি রাখতে ৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম জানান, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদার রায়কে কেন্দ্র জেলায় গত এক সপ্তাহ ধরে ৩ শতাধিক বিএনপির নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এর আজ বিএনপির দলীয় কার্যালয়ের রাস্তা বন্ধু করে দিয়ে ৩ পাশে ব্যাপক পুলিশ অবস্থান নিয়েছে। এটা কী কোন জঙ্গি আস্তানা এমন ভাবে পুলিশ সদস্য দিয়ে ঘিরে রাখতে হবে। আর রাস্তা বন্ধ করে দিয়ে জনগনের চলাচলের ব্যাঘাত ঘটছে।
বগুড়া পুলিশ সুপার( অতিরিক্তি ডিআইজি) মো: আসাদুজ্জামান জানান, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মামলা রায় কেন্দ্র করে কেউ যাতে কোন প্রকার আইন শৃঙ্খলা অবনতি ঘটাতে না পরে সেজন্য পুলিশ,র‌্যাব ও বিজিবি কঠোর নিরাপত্তায় ঢেকে রেখেছে পুরো শহর। জনগনের জানমালের সুরক্ষায় আইন-শৃঙ্খলা বাহিনী মাঠে আছে থাকবে। শুধু শহর আর শহরতলী নয় জেলার প্রত্যকটি উপজেলায় আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সর্তকতা অবস্থায় আছে।

উল্লেখ্য, এর আগে জামায়াত নেতা দেলোওয়ার হোসাইন সাঈদীসহ বিভিন্ন রাজনৈতিক মামলার রায়ের দিন এবং পরের দিন বগুড়ায় ভাংচুর, ককটেল হামলাসহ বিভিন্ন ধরনের সহিংসতার ঘটনা ঘটেছিল দলীয় নেতাকর্মীরা।

শর্টলিংকঃ