বগুড়া: বগুড়ার শাজাহানপুরে সড়ক দূর্ঘটনায় ইয়াছির আরাফাত মুকুল (৩৩) নামে এক মটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
রোববার(৪ মার্চ)রবিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সাজাপুর ফুলতলা ফটকি ব্রীজের দক্ষিন পাশে ঢাকা-বগুড়া মহাসড়কে অজ্ঞাতনামা যানবাহনের ধাক্কায় তার মৃত্যু হয়।
আরাফাত উপজেলার খলিশাকান্দি গ্রামের ইয়াছিন আলীর পুত্র। সে গাইবান্ধা সাঘাটা উপজেলা যুব উন্নয়ন অধিদফতরে একটি বাড়ি একটি খামারা প্রকল্পের ফিল্ড সুপারভাইজার পদে কর্মরত ছিলেন।
দুপুরে শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সুশান্ত নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক)হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। ঘাতক যানবাহনটিকে সনাক্ত করা সম্ভব হয়নি।
নিহতের স্বজনেরা জানান, ইয়াছির আরাফাত মুকুল গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরে কমিউনিটি সুপারভাইজার ইম্প্যাক্ট (ফেজ-২) পদে কর্মরত ছিল। বাড়ি থেকে বের হয়ে মটরসাইকেল যোগে কর্মস্থলে যাওয়ার পথে এই দূর্ঘটনা ঘটে। তার ১১-১২ বছরের জমজ দুই পুত্র সন্তান রয়েছে। তার অকাল মৃত্যুতে পরিবারে শোকে ছায়া নেমে এসেছে।