বগুড়ায় শ্রমঅধিকার এবং শোভনকাজ শীর্ষক কর্মশালা

বগুড়া প্রতিনিধি : বি-স্কিুলফুল প্রকল্প এবং বাংলাদেশ উইমেন চেম্বার অব কর্মাস এ্যান্ড ইন্ডাস্ট্রি(বিডব্লিউসিসিআই) যৌথভাবে আয়োজিত শ্রমঅধিকার এবং শোভনকাজ শীর্ষক কর্মশালা সোমবার সকালে বগুড়া শহরের টিএমএসএস মহিলা মাকের্টে কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, টিএমএসএস নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসেনে আরা । বিশেষ অতিথির বক্তব্য রাখেন, টিএমএসএস’র এইচআরডি এন্ড ট্রেনিং বিভাগের পরিচালক ফয়জুন নাহার, বি-স্কিুলফুল’র কো-অডিনেটর সুমন্ত কুমার মহন্ত, কো-অডিনেটর মশিউর রহমান। অনুষ্ঠান সঞ্চালন করেন, মোস্তাফিজুর রহমান, এএসএম সারোয়ার আলম।
বি-স্কিলফুল প্রকল্পের লক্ষ্য হলো ৪০ হাজার দরিদ্র ও সুবিধা বঞ্চিত নারী ও পুরুষকে ট্রেনিং এর মাধ্যমে শ্রম বাজাওে প্রবেশের সুযোগ ও আয় বৃদ্ধি করা এবং কর্মক্ষেত্রে তাদের মৌলিক অধিকারসমুহের যথাযর্থ সুরক্ষার ব্যবস্থা করা। এরই অংশ হিসেবে বগুড়ায় ৫৫ জন নারী-পুরুষ এ কর্মশালায় অংশ গ্রহন করেন। এ কর্মশালার সহযোগিতা করেছে টিএমএসএস।

শর্টলিংকঃ