বগুড়া প্রতিনিধি : ২১ শে ফ্রেরুয়ারী আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বগুড়া জেলা বিএনপি আয়োজিত এক আলোচনা সভা বৃহস্পতিবার দুপুরে বগুড়া শহরের নবাববাড়ি এলাকায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, কেন্দ্রীয় বিএনপির সদস্য শোকরানা, জেলা মহিলা দলের সভানেত্রী মিসেস লাভলী রহমান, জেলা বিএনপির সহ সভাপতি ফজলুল বারী বেলাল, ড্যাব নেতা ডা: শাহজাহান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক এম আর ইসলাম স্বাধীন, খায়রুল বাসার, এ্যাড. নাজমুল হুদা পপন, বগুড়া সদর বিএনপির সভাপতি মাফতুন আহমেদ রুবেল প্রমুখ।
এসময় জেলা ও পৌর বিএনপিসহ সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। শেষে ভাষা শহীদদের ও সদ্য নিহদ ছাত্রদল নেতা জিয়াউল হক শিলুর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।