বগুড়ায় দলীয় কার্যালয়ের সামনে বিএনপির মানববন্ধন

আলমগীর হোসেন (বগুড়া): বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বগুড়ায় বিএনপির মানববন্ধন।

পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বেলা ১২টায় বগুড়া শহরের নবাববাড়ি এলাকায় দলীয় কার্যালয়ের সামনে দুপাশে কাটা তারের মধ্যে মানববন্ধন কর্মসূচি পালন করে  জেলা বিএনপি।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম

মানববন্ধন কর্মসূচিতে আরো উপস্থিত আছেন- বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বগুড়া পৌর মেয়র এ্যাড. একেএম মাহবুবুর রহমান, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, সাবেক জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপি নেতা ও উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা, একেএম তৌহিদুল আলম মামুন, জেলা বিএনপির সহ সভাপতি ফজলুল বারী বেলাল, জেলা মহিলাদলের সভানেত্রী মিসেস লাভলী রহমান, বগুড়া সদর বিএনপির সভাপতি মাফতুন আহমেদ রুবেল, যুগ্মসম্পাদক এ্যাড. নাজমুল হুদা পপন প্রমুখ। এসময় জেলা ও পৌর বিএনপিসহ সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া নিশর্ত মুক্তি না দিলে আরো কঠোর শান্তিপূর্ণ আন্দোলন করবে দেশের সাধারণ মানুষ।

শর্টলিংকঃ