
বগুড়া : বগুড়া শেরপুর শেরুয়া বটতলা ৪ মাথা এলাকায় মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ট্রাকের ধাক্কায় লাইলি খাতুন (৪৫) নামের একজন নিহত হয়েছে।
স্থানীয়রা জানান, লাইলি খাতুন(ভারসাম্যহীণ) সকালে শেরুয়া বটতলা বাজার এলকায় রাস্তা পার হওয়ার সময় পিছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। নিহত লাইলি উপজেলার শাহ্ বন্দেগী ইউনিয়নের ফুলতলা গ্রামের বাসিন্দা। শেরপুর থানার এস আই শাহ আলম সত্যতা নিশ্চিত করেছেন।