বগুড়া: বগুড়ার শাজাহানপুরে ফরহাদ হোসেন (২৫) নামের এক কৃষককের গলা কাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
রোববার (১৮ মার্চ) সকাল সোয়া ৮টার দিকে উপজেলার বীরগ্রাম স্ট্যান্ডের দক্ষিন পাশে নির্মাণাধিন পল্লী বিদ্যুৎ পাওয়ার প্লান্টের পশ্চিম পাশে ধান ক্ষেতের আইলের উপর থেকে লাশটি উদ্ধার করা হয়।
ফরহাদ হোসেন উপজেলার বীরগ্রাম মোন্নাপাড়ার মৃত আবুল হোসেন মোন্নার পুত্র।
নিহতের স্বজনরা জানান, শনিবার (১৭ মার্চ) বিকেলে মোবাইলে কল আসার পর ফরহাদ বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। সকালে এলাকার লোকজন তার গলাকাটা মরদেহ ধান ক্ষেতে পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এঘটনায় বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সনাতন চক্রবর্তি ও শাজাহানপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম, পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।