বগুড়ায় ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Image result for গ্রেফতার

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় অভিযান চালিয়ে প্রায় আড়াই শত ইয়াবা ট্যাবলেটসহ  মাদক ব্যবসায়ী আমিনুল ইসলাম(১৯)কে গ্রেফতার করেছে র‌্যাব-১২।

রবিবার (১১ মার্চ)  দিনগত রাতে নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী জেলার শিবগঞ্জ উপজেলার জাবারিপুর এলাকার আব্দুল মালেক প্রামানিকের ছেলে।

র‌্যাব-১২, বগুড়া ক্যাম্পের কমান্ডার মেজর এস এম মোর্শেদ হাসান জানান, তাদের একটি আভিযানিক দল রাতে শিবগঞ্জ থানাধীন জাবারিপুর গ্রামে অভিযান পরিচালনা করে ২৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আমিনুল ইসলামকে গ্রেপতার করা হয়েছে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, বগুড়া জেলার শিবগঞ্জ থানাসহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল মর্মে জানা যায়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বগুড়া জেলার শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

শর্টলিংকঃ