বগুড়া : ঢাকার হলিআর্টিজানে হামলার আসামী ও অস্ত্র দাতা হাফিজুর রহমান সাগর (৩৫) ও আকরাম হোসেন খান নিলয় (২৫) নামে নব্য জেএমবি’র শীর্ষ দুই জঙ্গিকে বগুড়ায় পুলিশ গ্রেফতার করেছে। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার কিচক থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেপতারকৃত সাগর জয়পুরহাট জেলার কোয়বাপাড়ার হারুন অর রশিদের ছেলে এবং নিলয় কিশোরগঞ্জ জেলার মিঠাময়েন উপজেলার তাড়িগ্রামের আবু তোরাফ খানের ছেলে। তারা অন্য কোথাও যাওয়ার জন্য কিচক বাজারে অবস্থান করছিল। গোপন সংবাদে খবর পেয়েই তাদের গ্রেফতার করা হয়। পরে তাদেরকে রাতেই ঢাকায় কাউন্টার টেরোরিজম অ্যা- ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের কাছে পাঠানো হয়।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবত্তী জানান, গ্রেফতার হাফিজুরর রহমান সাগর গুলশান হলি আর্টিজান হামলার ঘটনায় অন্যতম পলাতক আসামি। তারবাড়ি জয়পুরহাট। আর নিলয় ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে গত বছরের আগস্টে রাজধানীর পান্থপথে হোটেল ওলিও ইন্টারন্যাশনালে বিস্ফোরণের ঘটনায় অর্থের জোগান দেওয়ার অভিযোগ রয়েছে। তার বাড়ি কিশোরগঞ্জে।
দুই জঙ্গি কে ঢাকায় পাঠানোর কথা জানিয়ে তিনি বলেন, ‘দু’জনই হাইপ্রোফাইল জঙ্গি। তাদেরকে গ্রেফতারের পর পরই ঢাকায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যা- ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটকে (সিটিটিসি) জানানো হয়। পরে সিটিটিসি’র নির্দেশে তাদেরকে রাতেই ঢাকায় পাঠানো হয়।