বগুড়ার বউমেলায় পুরুষের ঢোকা নিষেধ

আলমগীর হোসেন বগুড়া : প্রায় ২০০ বছর পুরান বগুড়ার গাবতলীর এতিহ্যবাহী পোড়াদহ মেলার পাশাপাশি ২৪ বছর থেকে চলে আসছে বউমেলা। মূল মেলা থেকে একটু দূরের এ মেলায় পুরুষরা ঢুকতে পারে না। তাই এ মেলায় নারী ও শিশুরা অবাধে কেনাকাটা করতে পারে।

বৃহস্পতিবার সকাল থেকে বউমেলাতে আসতে থাকে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা নারী ও শিশুরা। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর পাশাপাশি মেলাতে রয়েছে প্রসাধনী সামগ্রী, শিশুদের খেলনা ও খাবারের দোকান।

মেলাতে এসে পছন্দমতো জিনিস কিনতে পেরে খুশি দর্শনার্থীরা। এক নারী জানান,‘মেলা উপলক্ষ্যে আমরা সবাইকে ডাকি। জামাই-মেয়ে সবাইকে আসতে বলি। ওরা আসে, মজা করে। আরেক নারী বলেন, ‘প্রতিবছরই আমরা বাচ্চাদের নিয়ে এখানে আসি, খুব ভালো লাগে। মেলার নিরাপত্তা নিয়ে বেশ সজাগ এলাকাবাসী। আয়োজক কমিটির সদস্যরা নিজেরাই সব ধরণের দায়িত্ব পালন করছেন নারী ও শিশুদের নিরাপত্তায়।

আয়োজক কমিটির সভাপতি জাহিদুর রহমান বলেন, ‘দীর্ঘ ২৪ বছর হলো, এই বউমেলা নিরাপত্তার সঙ্গে হয়ে আসছে। আমরা মহিলাদেরকে নিরাপত্তা দিয়ে থাকি। পুলিশের দরকার হয় না। এই এলাকার যুবক ছেলেরাই নারীদের নিরাপত্তার জন্য অতন্দ্র প্রহরীর মতো এই মেলার দিকে খেয়াল রাখে। প্রতিবছরের মতো এবারো দুইদিন ব্যাপী পোড়াদহ মেলার দ্বিতীয় দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে বউমেলা।

 

শর্টলিংকঃ