ফুলছড়িতে ইউনিসেফ-জিইউকের প্রকল্প পরিচিত কর্মশালা (ভিডিও)

গাইবান্ধা : গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় দাতা সংস্থা ইউনিসেফ এর অর্থায়নে গণ উন্নয়ন কেন্দ্র বাস্তবায়নে স্যানিটেশন, শিশু সুরক্ষা ও শিক্ষা প্রকল্পের পরিচিত কর্মশালা অনুষ্ঠিত হয়।

ফুলছড়ি উপজেলার পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল হালিম টলষ্টয় এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিসেফ প্রতিনিধি রুহুল আমীন, সিফাত ই ইসলাম, জিইউকের সমন্বয়কারী আফতাব হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম। ফুলছড়ি উপজেলার এরন্ডেবাড়ি ও ফুলছড়ি ইউনিয়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

শর্টলিংকঃ