স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের তাড়াশে শেয়াল ধরার ফাদেঁ ধরা পড়েছে বিরল প্রজাতির প্রাণী গন্ধগোকুল।
শনিবার (১০ মার্চ) সকালে উপজেলার তালম ইউনিয়নের তালম বাজার এলাকায় গন্ধগোকুল প্রাণীটি ধরা পড়ে।
তালম গ্রামের ছাইদুর রহমান জানান, গতকাল শুক্রবার দিবাগত রাতে তার পুকুর পাড়ে শেয়াল ধরার জন্য একটি লোহার তৈরি ফাঁদ পেতে রাখেন। আজ সেই ফাদেঁ বিরল প্রজাতির একটি বন্যপ্রাণী দেখতে পান।
এ খবর মুর্হুত্তের মধ্য ছড়িয়ে পড়লে উৎসক জনতা প্রানীটিকে দেখতে ভীর জমান।
বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম জানান, বন্যপ্রানীটি উদ্ধার করার জন্য তাড়াশ উপজেলা বন কর্মকর্তা মো. মোসলেম উদ্দিনকে নিদের্শ দেয়া হয়েছে।
তাড়াশ উপজেলা বন কর্মকর্তা মো. মোসলেম উদ্দিন জানান, বন্যপ্রানীটি গন্ধগোকুল নামের বিরল প্রজাতীর প্রাণী। আর প্রাণীটি উদ্ধার করে সংশ্লিষ্ট কার্যালয়ে পাঠানোর চেষ্টা চলছে।