প্রেমিককে এসিড নিক্ষেপের কথা স্বীকার করেছে সাবেক প্রেমিকা

প্রেমিককে এসিড নিক্ষেপের কথা স্বীকার করেছে মৌমিতা দত্ত অ্যানি

ডেস্ক রিপোর্ট: প্রেমিককে এসিড নিক্ষেপের কথা স্বীকার করেছে মৌমিতা দত্ত অ্যানি।

বুধবার (৪ এপ্রিল) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আদালতে গ্রেপ্তার দম্পতি সুমিত ধর ও তার স্ত্রী মৌমিতা দত্ত অ্যানি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন জানিয়ে চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী সাহাবুদ্দিন আহমেদ বলেন, জবানবন্দিতে ওই নারী তার প্রেমিককে এসিড নিক্ষেপের কথা স্বীকার করেছে।

গত শুক্রবার রাতে ঢাকার ভাটারা থানার নতুন বাড়ি এলাকা থেকে সুমিত থর ও মৌমিতা দত্ত অ্যানিকে গ্রেপ্তার করে পুলিশ। ডিগ্রি পাস করা শিক্ষার্থী তমাল চন্দ্রের উপর এসিড নিক্ষেপের ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর ওই দম্পতিকে পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ।

ওই দম্পতিকে গ্রেপ্তারের পর পুলিশ কর্মকর্তা কামরুজ্জামান জানিয়েছিলেন, ফেইসবুকে প্রেমের ঘটনার সূত্র ধরে এসিড নিক্ষেপ করার অপরাধে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শর্টলিংকঃ