
বিনোদন ডেস্ক: বলিউডের এই সময়কার সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। পারিশ্রমিকের দিক দিয়েও রয়েছেন শীর্ষে। গ্ল্যামার আর অভিনয়ের গুণে তিনি নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। সুন্দরী এই নায়িকা এরই মধ্যে একাধিক প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রণবীর কাপুরের সঙ্গে প্রেম।
একটা সময় বলিউডের অন্যতম আলোচিত জুটি ছিলেন রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন। কিন্তু সময়ের আবর্তনে তাদের সম্পর্ক ভেঙে যায়। সেটাও অনেক আগের কথা। তবে দীর্ঘ দিন পর আবারও প্রাক্তনের কাছেই ফিরছেন দীপিকা। অবশ্য কোনও ব্যক্তিগত কারণে নয়, একেবারে পেশাগত কাজেই এক হচ্ছেন এই ‘তামাশা’ জুটি।
ভারতের জনপ্রিয় ডিজাইনার মনীষ মালহোত্রার ডিজাইনে র্যাম্পে হাঁটবেন রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন। আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিতব্য একটি ফ্যাশন শো’তে অংশ নেবেন তারা। সেখানেই একসঙ্গে পা মিলিয়ে হাঁটবেন এই প্রাক্তন জুটি।
এদিকে দীপিকা বর্তমানে প্রেম করছেন বলিডের আরেক রণবীরের সঙ্গে। তিনি রণবীর সিং। চলতি বছরের শেষ দিকেই তারা বিয়ে করবেন বলে জোর গুঞ্জন রয়েছে। এরই মধ্যে বিয়ের কেনাকাটাও নাকি সেরে ফেলেছেন তারা। যদিও তারা নিজের মুখে এখনও কিছুই জানাননি।