
ডেস্ক রিপোর্ট: আগামী ২ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হলে শিক্ষা বোর্ড ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে অভিভাবকের সংগঠন অভিভাবক ঐক্য ফোরাম।
বৃহস্পতিবার (২৯ মার্চ) দুপুরে রাজধানীর মুগদা পাড়ায় অভিভাবক সমাবেশে ফোরামের নেতারা এ হুঁশিয়ারি দেন।
বক্তারা বলেন, প্রশ্নপত্র ফাঁস রোধে শিক্ষা মন্ত্রণালয়ের নেওয়া সব উদ্যোগ বাস্তবায়নে তারা সহযোগিতা করবেন। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে সরকারের কাছে দেশের সব কোচিং সেন্টার বন্ধ করে দেওয়ার আহ্বান জানান তারা।
ফোরামের সভাপতি জিয়াউল কবির দুলু বলেন, ‘যেকোনও মূল্যে আসন্ন এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস বন্ধ করতেই হবে, এ বিষয়ে কোনও ছাড় নেই।’ তিনি এসময় শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান।
সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. সেলিমউদ্দিন, ফাহিম উদ্দিন আহম্মেদ, সিরাজুল ইসলাম মজুমদার, শওকতউল আলম, আলমগীর হোসেন প্রমুখ।