প্রবীন সাংবাদিক ও রাজনীতিবিদ আমান উল্লাহ খানের আর নেই

বগুড়া : দৈনিক বাংলাদেশ পত্রিকার সম্পাদক, মুক্তিযুদ্ধের সংগঠক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহচর বগুড়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও দৈনিক ইত্তেফাকের সাবেক আবাসিক প্রতিনিধি প্রবীণ রাজনীতিবিদ আমান উল্লাহ খান(৭৮) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বগুড়া প্রেসক্লাবসহ বিভিন্ন মহল গভীর শোক ও সমাবেদনা জানিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে বগুড়া শজিমেক হাসপাতালের উপাধ্যক্ষ ডা. রেজাউল আলম জুয়েল মৃত্যুর নিশ্চিত কওে জানান, গত শনিবার (১০ মার্চ) আমান উল্লাহ খান গুরুত্ব অসুস্থ অবস্থায় শজিমেক হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের নিউরো মেডিসিন বিভাগে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিলো। তিনি কিডনি, হার্টসহ নানা ধরনের জটিল রোগে ভুগছিলেন।

আমান উল্লাহ খান স্বাধীনতার পর বগুড়া থেকে দেশের প্রথম আঞ্চলিক  দৈনিক বাংলাদেশ পত্রিকা প্রকাশ করে সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি দীর্ঘদিন দৈনিক ইত্তেফাকের বগুড়ার সংবাদদাতা ছিলেন। তিনি ১৯৪১ সালে শেরপুর উপজেলার জয়লা জুয়ান গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি ১৯৬৯ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত বগুড়া প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।তিনি ১৯৭৩ সালে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য ছিলেন। ১৯৬৮ সালে বগুড়ার ইতিহাস বিষয়ক গ্রন্থ ‘আজকের বগুড়া’ রচনা করেন সাবেক সংসদ সদস্য প্রবীণ রাজনীতিবিদ আমান উল্লাহ খান।

বগুড়া থিয়েটার সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না জানান, আমরা গভীর শোকাহত ও মর্মাহত প্রবীন সাংবাদিক ও রাজনীতিবিদ আমান উল্লাহ খানের মৃত্যুতে। তার পরিবারেরপ্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

বগুড়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন জানান, প্রবীন সাংবাদিক ও রাজনীতিবিদ আমান উল্লাহ খানের মৃত্যুতে ক্লাবের সকল সদস্য গভীর শোকাহত। মরহুমের শুক্রবার বাদ জুম্মা শেরপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

শর্টলিংকঃ