ঢাকা: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, কোয়ালিটি সম্পন্ন প্রার্থী পাওয়া যাচ্ছে না তাই প্রধান শিক্ষক নিয়োগও দেয়া যাচ্ছে না।
বুধবার (১৪ মার্চ) রাতে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আগামী ২০১৮-২০১৯ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিদের সঙ্গে আজকে আলোচনা হয়।
অর্থমন্ত্রী বলেন, ‘আজকের আলোচনায় একটি অভিযোগ এসেছে প্রধান শিক্ষকের কোয়লিটি ঠিক করা হয়েছে। কিন্তু এখন প্রধান শিক্ষক নাই। কোয়ালিটি সম্পন্ন লোক নেই তাই নিয়োগও হচ্ছে না।’
তিনি বলেন, রাজধানী এবং বড় বড় শহরে বেশকিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। তাদের নিজস্ব ফান্ড শতশত কোটি। এ টাকাগুলো তাদের নিকটই থাকে। এ টাকার ব্যবহার নেই। এ টাকাগুলো ব্যবহারের চিন্তা করতে হবে।
তিনি আরও বলেন, অনেক কলেজ আছে যেখানে অনার্স-মাস্টার্স খোলা রয়েছে কিন্তু শিক্ষক-ছাত্র কিছুই নেই। এ থেকে উত্তরণের জন্য একটা উপদেশ এসেছে সেটা হচ্ছে প্রতিটি জেলায় একটি করে মডেল স্কুল স্থাপন করা। এ উপদেশটা ভালো ছিল। পরবর্তীতে প্রতিটি উপজেলায়ও মডেল স্কুল স্থাপন করা হবে।